# চেহারায় বয়সের ছাপ?১০ বছর কম বয়সী দেখতে লাগবে এই ফেসপ্যাক ব্যবহারে।!!

 চেহারায় বয়সের  ছাপ?১০ বছর কম বয়সী দেখতে লাগবে এই  ফেসপ্যাক ব্যবহারে।!!


কথায় আছে নারী কুড়িতে বুড়ি 😬।এই বাণী টি অাজকের দিনে ভুল।এমন কিছু উপাদান  যা অাপনার রান্নাঘরেই রয়েছে  যা দিয়ে অাপনাকে লাগবে ১৬ বছর বয়সি  যৌবনা  রুপুসী মেয়ে।!!!




কেনা চায় সুন্দর  হতে,নিজেকে ফিটফাট  রাখতে।সবাই চায় সবার নজর জেনো তার উপরে পরে সবার অাগে।

কিন্তুু সময় ও সঠিক পরিচর্যার অভাবে চেহারায় বয়সের  ছাপ পরে যায়।

২০তে বুড়ি মনে হয়।


এমন একটি হোমমেড ফেস প্যাক অাছে  যেটি একবার ব্যবহার  করেই অাপনি হয়ে ওঠতে পারেন  অাকষনীয়  চেহারার অধিকারি নারী।

সম্পুরণ ঘরোয়া  উপায়ে কোনো খরচ ছারাই!!

#অাসুন জেনেনেই  কি কি লাগবে-

১.একটা পাকা সবরিকলা।

২.চাউল  এর গুরা ২চামচ।

৩.মধু ১ চামচ।

৪.লেবুর রস ১চামচ।

৫.কাঁচা দুধ পরিমাণ  মত।

৬.ভাত 

  

#কি ভাবে তৈরি করবেন  এই প্যাক তৈরি করবেন,,,,

কলা চটকে,মিহি করে নিতে হবে।

নরম গরম ভাত ৩ মিনিট  পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে। এর পর এক এক করে সব উপাদান  যোগ করতে হবে ব্যাস হয়েগেলো ।


#ব্যবহার বিধিঃ রাতে  এই প্যাকটি মুখে লাগিয়ে।৩০ মিনিট রাখতে হবে। কোল্ড  পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে  জান।সকালে নিজেই ফলাফল  দেখেনিন।



(ইন্সেট্যানট গ্লো করবে।দুধের মত সাদা লাগবে মুখ। কম বয়সি  মনে হবে। সব বয়সি  মানুষ  ব্যবহার  করতে পরবেন।)


#অবশ্যই ট্যাই করবেন। অার ফলাফল  টা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার  করুন।


Post a Comment

3 Comments

do not share any link.

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)