রুপচর্চায় আলুর ব্যাবহার, ইনস্ট্যান্ট সাদা ত্বক পেতে চাইলে আলুর পেকটি ব্যবহার করুন

 রুপচর্চায় আলুর  ব্যাবহার :

Alur bebohar


আলু  শুধু  সবজি হিসাবেই নয়,রুপচর্চার জন্য দারুণ  একটি উপাদান। নিয়মিত  অালু ব্যবহার  করে অাপনিও পেতেপারেন কোমল, সুন্দর, অাকষনীয় উজ্জ্বল  ফেস


অালুতে বিদ্যমান  উপাদান :অালুতে  অাছে ভিটামিন 'এ' 'বি' ও 'সি'।এছাড়া খোসাতে অাছে ভিটামিন 'এ',পটাসিয়াম  অায়ন,আ্যন্টি-অক্সাইড, ফাইবার সহ বিভিন্ন  উপাদান। 




উপকারিতাঃ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কান্সার এর কোষ ধ্বংস  করে।


রুপচর্চায় অালুঃ

 ১.ফেস ভিতর থেকে দাগ দূরকরে।


২.ডার্ক  সার্কেল কমায়।


৩.বলিরেখা  দূরকরে,এবং বয়সের ছাপ কমায়।


৪.রোদেপোড়া দাগ দূরকরে।


৫.টোনার হিসেবে অালুর  রস ব্যবহার  করাযায়।


৬.ব্রণ ও ব্রনের দাগ দূরকরে মাএ ৩দিনে।


৭.চুলের যত্নে অালু খুব ভালোকাজ করে।


৮.নতুন চুল গজাতে সাহায্য  করে।


৯.প্রাকৃতিক ভাবে   ফেস ব্লিসকরে।


Post a Comment

2 Comments

do not share any link.

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)