Rice anti-age whiteing night crem.
রাইস এন্টি- এজ হোয়াইটিং নাইট ক্রিম💆।
বর্তমানে সবথেকে হাইপার টপিকস হল রাইস হোয়াইটিং নাইট ক্রিম। বাজারে অনেক ব্যান্ড এর রাইস ক্রিম দেখতে পাওয়া যায়।
Rice anti-age whiteing night crem এগুলোর প্রাইস 550 থেকে 800 মধ্যে। অনেক প্রকার কেমিক্যাল ও কৃত্রিম উপাদান দিয়ে এগুলো তৈরি করে বাজারজাত করা হয়।
আসল কথা হল আমরা আসল রাইস ক্রিম কোনটা না চিনতে পারি না। নকল প্রডাক্ট ব্যবহার করে নিজের স্কিনের সর্বনাশ ডেকে আনি।
তাই কোন প্রোডাক্ট ব্যবহারের আগে আসল জিনিস চিনে তা ব্যবহার করা উচিত।
এসব কথা ভেবে বানিয়ে ফেললাম রাইস এন্টি এজ হোয়াইটিং নাইট ক্রিম। কোন প্রকার সাইড ইফেক্ট ছারাই।
জানলে অবাক হবেন যে জাপানি নারীরা এই নাইট ক্রিম ব্যবহার করেই নিজেদের বয়স জাদুর মত আটকে রাখেন।
তাদের রূপের রহস্য রাইসক্রিম। যুগ যুগ ধরে তারা এটা ব্যবহার করে আসছে। শুধু জাপান নয় আছতে আছতে পৃথিবীর প্রায় সব দেশের রমণী দের কাছ এটি খুবই হাইপার হয়ে উঠছে।
রাইস একটি ন্যাচারাল এলিমেন্ট। ত্বকের যত্নে ভাতের মাড়, চালের পানি, চালের গুড়া যেমন অনেক উপকারী তেমনি রাইস তার থেকে অনেক বেশি উপকারি।
চাল স্কিন সাদা করতে সাহায্য করে। পাশাপাশি চেহারার লাবণ্যতা ফিরিয়ে আনে বয়সের ছাপ পরতে দেয়না।স্কিনটান টান করে।
ত্বকের যত্নে রাইসের কোন জুড়ি নেই।
চলুন জেনে নেই রাইসক্রিম ত্বকের কি কি উপকার করে -
১.রোদে পোড়া যেকোনো কালো দাগ দূর করবে।
২.ত্বক উজ্জল করতে সাহায্য করবে। ধবধবে সাদা করবে।
৩.ছোটছোট গর্ত ভরাট করবে।
৪.কোনোদিন বয়সের ছাপ পরতেদিবেনা।
৫.আরো সুন্দর, অারও ইয়াং লুক এনেদিবে।
৬.ঘুচিয়ে ওটা চামরা টান টান করে বলি রেখা দূর করবে।
৭.চেহারা কে দেখাবে ন্যাচারাল সাদা ও আকর্ষণীয়।
৮. ব্রণের জন্য এটি একটি আদর্শ ক্রিম।
৯.সকল স্কিনএ কাজ করবে। দ্বিতীয় কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে না।
১০.এক্সট্রা খরচ থেকে বাচাবে।
আশাকরি এটা দেখে অার কোনো কিছুই আপনার লাগবেনা।
এবার জেনেনেই কিভাবে তৈরি করবেন এই হাইপার এন্টি - এজ রাইস ক্রিম-
যেহেতু এটা ৭দিন ব্যবহার করতে পারবেন এক বার তৈরি করে সো বেশি বানিয়ে লাব নেই।ফুরিয়ে গেলে আবার বানাতে হবে। যে ভাবে বানাবেন-
১.প্রথমে এক কাপ চাল ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে সারারাত ভিজিয়ে রাখুন চাল সাদা না হওয়া পরজনতো।
এরপর যেটা করতে হবে সাদা হয়ে যাওয়া চাল ছাকনি দিয়ে ছেকে পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন যেনো কোনো দানা না থাকে।
২. এবার এটা পাতলা কাপর বা কিছুদিয়ে ছেকে তরল অংশ আলাদা করেনিন। আর বাকি যেটা থাকে তা স্কারব হিসেবে ব্যবহারর করতে পারেন ফেলে না দিয়ে।
৩.এবার ছেকে নেয়া তরলটা হালকা অাচে জাল করতে থাকুন যতখননা হালকা অাঠালো বা ঘন ভাব নাহয়।
পারফেক্ট লুকে চলেএলে চুলা থেকে নামিয়ে কুল করে জারে সংরক্ষন করুন এমন ভাবে যেন ৭দিন তা ভালোথাকে।
#ব্যবহারর বিধি ঃ রাতে ঘুমানোর অাগে হালকা গরম পানি পরে নরমালা পানি ও ফেসওয়াস দিয়ে ভালোকরে মুখ পরিষ্কার করেনিন যেনো কোনো প্রকার ময়না না থেকে।
নরম তোয়ালে বা গামছা দিয়ে হলকা করে মুখ মুছে ৫ মিনিট বাতাসে শুকিয়ে নিন। বাসায় যদি গোলাপ জল থাকে তবে তুলাদিয়ে গোলাপজল মুখেদিয়ে পুরপুরি ভাবে শুকিয়ে নিন।
গোলাপ জল টা আপনি নিতেও পারেন অাবার না নিলেও সমস্যা নাই। রোজ রাতে এভাবে মুখ ধুয়ে আপনার তৈরিকরা এই Rice anti-age whiteing night crem রাইস এন্টি-এজ হোয়ায়েটিং নাইট ক্রিম ব্যবহার করুন।
৭দিন ব্যবহার করা যাবে অার মাএ ৭ দিনেই পাবেন ধবধবে সাদা আকর্ষণীয় স্কিন । জাপানি নারীদের মত আপনার বয়স ও যেনো আটকে যাবে ম্যাজিক এর মতো যাদেখে নিজের চোখ ধাদিয়ে যাবে সবার।





4 Comments
Thank you
ReplyDeletethank you 💕
ReplyDeletethank you very much😘
ReplyDeletethank you very much😘
ReplyDeletedo not share any link.
Emoji