#গোলাপের ফেসিয়াল!
#গোলাপের পাপরি দিয়ে কিভাবে ফেসিয়াল করবেন?
#ন্যাচারাল ফেসিয়াল।
স্কিন এর সঠিক কেয়ার এর মাসে এক বার বা ১৫ দিনে একবার ফেসিয়াল করা প্রয়োজন। আমরা সবাই কেউ ঘরে ফেসিয়াল করি কেউ বা পার্লারে।
অনেকেই আছি যারা আশাঅনুরুপ ফলপাইনা।আজ শেয়ার করব এমন একটি প্রাকৃতিক ফেসিয়াল য ১০০% কাজ করবে এবং সব স্কিন এর জন্যই ভালো এবং প্রাকৃতিক উপাদান হওয়ায় কোনো সাইড ইফেক্ট নাই।
এটা আপনার ঘরে থাকা কিছু উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করতে পারবেন। আর যেহেতু এখন করোণাকাল, লকডাউন তাই বাড়ির বাইরে না যেয়ে ঘরে থাকাই সেফ।
কিন্তুু স্কিন এর কি হবে!? পার্লার এ যাওয়াটা হাই রিকস।কিন্তুু ফেসিয়াল তো করতেই হবে। এখন কি উপায়?
কোনো টেনশন নেই এই ফেসিয়াল টি করলে আপনি পার্লার এর থেকেও ভালো ফল পাবেন।
আশুন জেনে নেই গোলাপের ফেসিয়াল কিভাবে করবেন.......
# উপকরন ঃ এই প্রাকৃতিক ফেসিয়াল এর প্রধান উপকরন হলো গোলাপের পাপরি । এটা আপনি তৈরিও করেনিতে পারেন আবার বাজারেও কিনতে পাওয়া যায়।
তবে অরিজিনাল গোলাপ গাছের পাপরি তুলে তা পেস্ট করে নিলে সবথেকে ভালোহয়। রোজ পাওডার নামে গোলাপের পাপরি কিনতে পাওয়া যায়। আর লাগবে মধু এবং লেবু।
মাএ এই তিনটে উপাদান।আসুন এবার জেনেনেই কিভাবে তৈরি করবেন।
# প্রথমে আপনার মুখ ক্লিন করে নিতে হবে। আপনি যে ফেসওয়াস টা ব্যবহার করেন সেটি দিয়ে মুখ ভালোকরে ক্লিন করেনিন।
এবারে মুখ শুকিয়ে গোলাপজলে তুলো ভিজিয়ে তাদিয়ে মুখ ক্লিয়ার করেনিন। অথবা একটা লেবুর রস গুলিয়ে তা মুখে লাগিয়ে একটুপরে নরম করপরদিয়ে মুছেফেলুন।
এরপর গোলাপের পাপরি পেস্ট ও মধু মিশিয়ে মুখে ১০ মিনিট ম্যাসাজ করে ১ ঘনটা রেখে ধুয়েফেলুন।
এবারে কোনো লোশোন লাগিয়ে ঘুমিয়ে পরুন। সপ্তাহে ২ দিন এটা করুন। ১০০% কাজ করবে। আশাকরি এটা করার পরে পার্লারে যেতেহবেনা হাজার হাজার টাকা নষ্ট হবেনা।
মনের মতো স্কিন পাবেন। লকডাউন এ ঘরেবসেই করে ফেলুন ফেসিয়াল। 💆



0 Comments
do not share any link.
Emoji