ফুলের ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।

 # ফুলের  ফেসিয়াল 💆🌹!

# ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান!!🌺🌹 

#ফুলের ভেষজ গুণ 🌻🌸🌷🌼🌹!!

ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।


ফুল কি শুধু সৌন্দর্যের প্রতীক? নাকি শুধু  ভালোবাসা  নিবেদনের জন্য?  ফুল প্রকৃতির  সবচেয়ে সুন্দর অবদান। 

ফুলের জগতের দৃশ্য যতটা দৃষ্টিনন্দন ততটাই উপকারি। ফুলের রঙ্গিন পাপড়ির ভাঁজের লুকানো প্রাকৃতিক  অনবদ্য নির্যাস যা ত্বক ভালো রাখতে অসাধারণ অবদান রাখে। 

এছাড়াও ফুলের রস শরীরের অভ্যন্তরীণ সমস্যা নিরাময় কাজ করে। রোগ নিরাময় ও রূপচর্চায় ফুলের ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। 

রাজবৈদ থেকে শুরু করে কবিরাজ চিকিৎসা পদ্ধতির জন্য ফুল দিয়ে তৈরি হতো ঔষধ। তাই আজ জানাবো ফুলের ভেষজগুণের কথা ও ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধানের উপায়। আসুন জেনে নেওয়া যাক ফুলের  ভেষজ  গুণ।

ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।



১.গোলাপ 🌹ঃগোলাপকে ফুলের রানী বলা হয়। সেরানি ফুলের কিছু গুণের কথা জেনে নেই। সংস্কৃতিতে গোলাপকে বলা হয় শত পত্রী।

 আয়ুর্বেদ শাস্ত্রে গুণের কারণে গোলাপের কদর সবচেয়ে বেশি। কোষ্ঠকাঠিন্যের কারণে ত্বকের অনেক সমস্যা দেখা দেয়। 

গোলাপের পাপড়িতে শরীর শীতল করার গুণ আছে। আর ঈষৎ তিক্ত স্বাদের পাপড়িগুলি কোষ্ঠকাঠিন্য দূর করে। 

মুখের যেকোনো দাগ এর উপর টাটকা গোলাপের পাপড়ি চটকে লাগিয়ে নিন রাতে ঘুমানোর আগে। 




গোলাপের রসের জাদুকরী ক্ষমতা মুছে দেবে মেসতা বা অন্যান্য যেকোন দাগ। গোসলের আগে গোলাপের পাপড়ি বাটা সারা গায়ে মাখলে ত্বকের যেমন উজ্জ্বল আভা  আসবে ।

তেমনি গোলাপের সুবাস সারাদিন ঘিরে থাকবে  আপনার শরীর মন।গোলাপের পানি ডাইড্রম হিসেবেও ভাল কাজকরে  এটি চোখের  ক্লান্তি ও ময়লা দূর করতে সাহায্য  করে।

ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।
গোলাপের  পাপড়ি  ফেস মাস্ক  হিসাবেও অসাধারণ।  একমট গোলাপের  পাপড়ি  বেটে মুখে লাগিয়ে ২০ মিনিটপর  পানিদিয়ে  ধুয়েফেলুন। 🌹


ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।


২. জবাফুল 🌺ঃ রুপচচ্ার জন্য শুধু মাএ লাল জবা ব্যবহার করুন।  লালজবার মধ্যে পঞ্চমুখী জবা  ব্যবহারই উৎকৃষ্ট।  

জবার  মধ্য আছে অকলে চুল পাকা রোধের ক্ষমতা। জবার পাপরি বেটে আমলার রসের  সথে মিশিয়ে রাতে  লোহার  পাএে রেখে পরদিন  চুলের  গোরায়  লাগান।

এতে অকালে চুল পাকার হাত থেকে রেহাই পেতে পারেন।🌺




৩.লেবুর  ফুল🌼ঃনিয়মিত  লেবুর  ফুলের  রুপটান ব্যবহারে স্কিনে আসবে উজ্জ্বলতা। আপনি ঘরেই তৈরি কটতে পারেন লেবুফুলের  ক্লিনজার। 

নিয়মিত  এটার ব্যবহারে পায় ব্রনের থেকে মুক্তি। লেবুর ক্লিনজারবানাতে লাগবে লেবু ফুল,১০ টি তুলসী পাতা,১০ টি পুুদিনা পাতা,৪ চা চামচ টমেটো জুস,ও ২ চা চামচ মুলতানি মাটি এটি মুখে লাগিয়ে শুকিয়ে  গেলে ধুয়েফেলুন। 

ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।

স্কিন  এর বিশেষ  কেয়ার  নিতে হবে  অন্তত  ৭ দিনে ১বার। ১৫ দিনে বা মাসে ১ বার ফেসিয়াল করুন।🌼💮🌸


ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।


# ফুলের  ফেসিয়াল 🌹💮🌸🌼🌻ঃ ফেসিয়াল  কেমন হবে তা স্কিন এর ওপরে নির্ভর। নরমাল  ও ড্রাই   স্কিন  এর ফেসিয়াল  - 💆 

ক্লিনজিং- দুধের  রস ও গোসলের  পাপরি  কুচি মিশিয়ে  মুখে  লাগিয়ে আলতো  করে ম্যাসাজ  করুন।এবার ভেজা গামছা  দিয়ে মুছে ফেলুন।

 এরপর গোলাপের  পাপরি  রস, বেলিফুলের রস ও কয়েক  ফোটা অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ  করুন আধাঘণ্টা। 

ম্যাসাজ  শেষে তুলোতে গোলাপ ও কমলা লেবুর  রস ভিজিয়ে মুখে চেপে রাখুন ।


১.মাস্ক - ১ চা চামচ আলমনড পাউডার, মধু  রজনীগন্ধা দুটি কুরি মুলতনি মাটি নারকেলের দুধ মিশিয়ে  ২৫ মিনিট লাগিয়ে শুকিয়ে  গেলে কাঁচা দুধ ও কুল পানি দিয়ে ঝাপটাদিয়ে ধুয়েফেলুন।




ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।

ফুলের  ফেসিয়াল। ত্বকের বিভিন্ন সমস্যা ফুল দিয়ে সমাধান 🌺🌹।ফুলের ভেষজ গুণ ।
# সাবধানতাঃ স্কিন  এর জন্য ব্যবহারের জন্য বাজার থেকে কিনেআনা যেকোনো ফুলি দুয়ে নিবেন। সবচেয়ে  ভালো হয় বাসায়  ফুল গাছ  লাগিয়ে তাদিয়ে পরিচযা করা।

কারণ এতে কীটনাশক  থাকেনা। অজানা ফুল ব্যবহার না করাই ভালো।করণ অনেক ফুলের রস বিষাক্ত  রস থাকতে পারে যা স্কিন  এর সমস্যা  করতে পারে।





Post a Comment

0 Comments