ভাইয়া + আপুদের জন্য ৫ মিনিটএ কালো ঠোট আকর্ষণীয় গোলাপি করার উপায়।💕💕

অবশেষে রাত ১০টা। রিকুয়েস্ট এর পোষ্ট 💟। আমাদের ফেসে অনেক সেনসিটিভ ও কোমোল অংশ হলো আমাদের ঠোট💋।
আর অনেক সময় যা হয় কোথাও যাওয়ার সময় বা ঠোটে লিপস্টিক দিলে সেটা পরে ভালো করে উঠানো হয়না।
বা দীর্ঘ দিন লিপস্টিক দিলে ঠোট কালো হয়ে যায় তখন দেখতে খুব খারাপ লাগে।
আবার অনেক ছেলে আছেন যারা সিগারেট খায় বা অন্যকোনো কারনে বা ন্যাচারালি ঠোট কালো হয়েযায়।
আবার অনেকে অাছেন যারা ধুমপান করেননা কিন্তুু ঠোট দেখে সবাই বলে এই তুই সিগারেট খাইছোস!🔥।
তখন আপনি হয়তো ভাবেন আজ ঠোট কালোবলে এতবড় অপবাদ😥😥। আজকের পর আর এই কথা শুনতে হবেনা আপনাকে।
ঠোঁটের স্কিন শরীরের অন্যান্য জায়গার স্কিন এর থেকে আলাদা ও বেশি সংবেদনশীল। ঠোঁটে অন্যান্য জাইগার মতো (চুল, রঞ্জক পদার্থ, মেলানিন ও তৈলাক্ত পদার্থ,সিবাম নিঃসরণকারী সিবাসিয়াস গ্ল্যান্ড থাকেনা।)ফলে রোদেপোড়ার ভয় থাকে। তাই ঠোটের জন্য দরকার এক্সটা কেয়ার।
হোমমেড কিছু টিপস দিবো ১০০% করবে জাস্ট একটু কষ্টকরে প্যাক টা নিতে হবে। তো চলুন জেনেনেই -
আমাদের সবার বাসায় লেবু, মধু,চিনি এগুলো সবসময় থাকে। আশাকরি উপাদান গুলো আপনাদের রান্না ঘরেই পেয়ে যাবেন।
১.লেবু : লেবু তে আছে ভিটামিন সি। যা স্কিন এর জন্য খুবই উপকারি।চেহারারা সুন্দর করে ভিটামিন সি।
একটা লেবু কেটে এক ফালি নিয়ে আপনার ঠোটে ভালোকরে ঘোশতে থাকুন ৫ মিনিট। এতে আপনার ঠোঁটের মরা কোষ পরিষ্কার হবে।
ঘা বা চুলকানি থাকলে সেরে যাবে। কখনো ঠোটে ঘা হবেনা। আর মরা কোষ দূরহওয়ায় ঠোট লাল /গোলাপি রং হয়ে যাবে।
যখন টাইম পাবেন এই কাজটি করবেন। সাথেসাথে পরিবর্তন নিজেই দেখুন।
২.মধুঃ মধু দিনে একবার ঠোটে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন, অথবা লেবুর সাথে মিশিয়ে ম্যাসাজ করুন।
৩.লেবু ও চিনি : লেবু কেটে একফালি লেবুর ওপরে একটু চিনিদিয়ে তা ঠোটে ম্যাসাজ করুন।
এটা সবথেকে ভালো উপায় ঠোট গোলাপি করার। সাথে সাথে ফলাফল পাবেন। এভাবে কিছুদিন ইউস করলে পেয়েযাবেন পার্মানেন্টলি পিংক লিপস।💋।
এছারাও আলু কেটে ঠোটে নিতে পারেন। আলু কালো দাগ খুবসহজে দুরকরে । ঠোট লাল ও আকর্ষণীয় করে।
আশাকরি সবার ভালো হবে। ভালোলাগলে কমেন্টস , ও শেয়ার করতে ভুলবেননা। আর হে অবশ্যই জানাবেন ফলাফল টা।। ধন্যবাদ।

3 Comments
thank you very much.
ReplyDeletethank you ami try korlm vlo kj korese... ro vlo vlo tips ci all the best
ReplyDeleteThanks
ReplyDeletedo not share any link.
Emoji