কুড়িতে বুড়ি হতে না চাইলে গোসলের আগে এই কাজগুলো করুন।

কুড়িতে বুড়ি হতে না চাইলে গোসলের আগে এই কাজগুলো করুন।




নিজেকে পরিপাটি রাখতে নিজের জন্য একটু সময় বের করুন। গোসলের সময় তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে গোসল করুন। কারণ গোসলের সময় এই ছোট্ট কাজগুলো করলে আপনি থাকবেন আজীবন আকর্ষণীয় চেহারার অধিকারী। 

সারাদিন কর্মব্যস্ত থাকার কারণে দেখা যায় যে নিজেকে পরিপাটি রাখার জন্য কিছু করা হয় না। কাজের কারণে অল্প বয়সেই চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। বয়স্ক দেখায়। 

অাপনি  কোথাও  গেলে বা যেখানেই থাকুন না কেন অাপনার বাহিক্য লুক টাই সবাই অাগে দেখবে।সাধারণত অামাদের দেশে যেটা দেখাযায় মেয়েরা বিবাহিত  জীবনে পা দিতেই সংসারের বেড়াজালে নিজেকে অাষটে-পিষটে জরিয়ে  ফেলে।

 নিজেকে  কোনো টাইম দেয়না ফলে চেহারয় কোনো লাবণ্য  থাকেনা।তারা ভাবে কাজই অাসল কিন্তুু তারা এটা ভাবেনা যে তার নিজের  প্রতি এই অবহেলা  অযত্ন  তার সংসারীক জীবনের অশান্তি কারণ হতে পারে।

একট উদাহরণ  দেই- অাপনার বর সারাদিন  কাজ শেষে অনেক ক্লান্তি নিয়ে যখন বাড়িফিরবে দেখবে অাপনি পরিপাটী  হয়ে তার পাশে অাসলেন।তখন আপনার পরিপাটি চেহারাই টাইপ ক্লান্তি দূর করে দেবে। আমরা সবাই সুন্দরের পূজারী।

 সুন্দর কিছু দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। অপরদিকে, এসে যদি দেখি আপনি ময়লা কাপড় পরে গায়ের দুর্গন্ধ। কোন মায়া নাই, আপনি শতক ভালবাসলেও আপনার প্রতি আকর্ষণ কাজ করবেনা।

আপনি হয়তো জানেন না এসব কারণেই পুরুষ অন্য নারীতে পরকেয়াতে জড়িয়ে পড়ে।

নিজেকে একটু সময় দিন। আপনার একটু সতর্কতাই আপনার সংসারে সুখ এনে দিতে পারে।




#এখন জেনে নেওয়া যাক  কিভাবে নিজেকে আকর্ষনীয় রাখতে পারবেন-

১.আলু আমাদের রান্নাঘরে রয়েছে। একটি আলু টেস্ট করে গোসলের সময় আপনার সারা শরীরে দশটা লাগিয়ে নিন। আলু ভেতর থেকে ময়লা দূর করে। ত্বক উজ্জ্বল করে। স্কিন নরম রাখে। চামড়া টানটান করে।


২.শসা পেস্ট করে আপনার মুখে হাতে পায়ে গলায় লাগিয়ে 10 মিনিট রেখে গোসল করে নিন। এতে আপনার  ময়লা দূর হবে। লাবণ্যতা ফিরে পাবেন।


৩.গোসলের আগে মধু ও চিনি একসাথে মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে 5 মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। নিয়মিত এটা করলে আপনাকে এক্সট্রা কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে না।


৪.একটা লেবু কেটে গোসলের আগে এটা হাতে পায়ে ভালোভাবে ঘষুন।এতে হাত-পা  ফর্সা হবে, নরম হবে। কোনদিন পা ফাটবে না।


৫.গোসলের আগে মাথার চাঁদিতে প্রতিদিন একটু তেল দিন। এতে চুল পড়া বন্ধ হবে।। মাথা ঠান্ডা রাখবে।





৬.গোসলের সময় যখন সাবান  নিবেন তখন সাবান  অাপনার স্তনে লাগিয়ে নিচ থেকে ওপর এভাবে ২  স্তন৫ -৫, ১০ মিনিট  ম্যাসাজ  করুন। এতে অাপনারস্তন কোনোদিন ঝুলে পরার ভয় থাকবেনা। স্তন অাকষনীয়  হয়ে উঠবে।সাইজ ঠিক থাকবে।


৭.গোপন অঙ্গ গুলো ভালোভাবে পরিষ্কার করুন।। অনেকে আছে যাদের  উপরে ফিটফাট  ভেতরে সদর ঘাট।এটা কিন্তু ঠিক নয়। অবহেলায় অনেক সংক্রামক রোগ ও হতে পারে যা অাপনার যৌন ক্ষমতাকে কমিয়ে ফেলে।


( নিজেকে সুন্দর রাখুন  ভালোথাকুন। ভালোলাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন  না।ধণ্যবাদ)

Post a Comment

4 Comments

do not share any link.

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)