#ব্রণ কমাতে ভেষজ চিকিৎসা।
#ভেষজ উপাদান দিয়ে কিভাবে ব্রণ সারিয়ে তুলবেন?
বয়সন্ধিকাল একটি বড় সমস্যা হল ব্রণের সমস্যা। ১৩থেকে ৩০ এইবয়স টাই ব্রণের সমস্যা বেশি দেখা যায়।
সমস্যা হিসেবে একজন নতুন নয়। ব্রণের চিকিৎসায় বাজারে বিভিন্ন ঔষধ ও প্রোডাক্ট দেখি।কিন্তু এগুলোতে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়।
তাই ব্রণের চিকিৎসায় ভেষজ উপাদানের জুড়ি নেই। আপনি নিশ্চিন্তে ভেষজ উপাদান ব্যবহার করতে পারবেন।
ত্বকের সবচেয়ে বড় সমস্যা হলো ব্রণ।বাজারে নানা রকমের ঔষধ ও ক্রিম পাওয়া যায় যদিও সেহুলো ব্যবহার করতে হয় ভয়ে ভয়ে।
কারণ ব্রণযুক্ত স্কিন লাজুক হয় ফলে যেকোনো সময় সাইড ইফেক্ট হতে পারে।তাই ব্রণ কমানোর সবচেয়ে ভালো উপায় ভেষজ উপাদান ব্যবহার করা।
আসুন জেনে নেই ব্রণ কমাতে ভেষজ চিকিৎসা। ভেষজ উপাদান দিয়ে কিভাবে ব্রণ সারিয়ে তুলবেন-
১.পুদিনাপাতা আমরা সবাই চিনি। পুদিনা পাতার রস করে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন তুলা দিয়ে রস ব্রণের ওপর লাগিয়ে নিন।
২.নিম পাতা ও কাঁচা হলুদ দিয়ে বেটে নিন। তাতে এড করুন চন্দন। সব উপাদান মিশিয়ে মুখে লাগিয়ে নিন।
৩. গাদা ফুলের পাতার রস ব্রণের জন্য খুব উপকারি।ব্রণহলে গাঁদাফুলের পাতা বেটে ব্রনের উপর লাগিয়ে নিন।
৪.ব্রণের উপর কপু্র্রের। পানি তুলো ফিজিয়ে প্রতিটিদিন লাগান ব্রণ কমেযাবে।
৫. পরিষ্কার মুখে শসা ও আলু বা শসা ও চন্দন গুরা মিশিয়ে মুখে লাগান।
৬. দুধ, নিমপাতা বাটা,হলুদ বাটা,একসাথে মিশিয়ে পেস্ট টি মুখে লাগান শুকিয়ে গেলে ২০ মিনিটপর ধুয়ে ফেলুন।
৭.রাতে শুতে যাওয়ার আগে ভাতের মার মুখেলাগিয়ে ঘুমিয়ে জান। আর সকালে ম্যাজিক দেখুন।একরাতে ব্রণ সেরেযাবে।
৮. হলুদ বেটে নিয়মিত ব্রণে লাগান। ব্রণে কমে যাবে।
( প্রতিটি উপাদানই পরিষ্কার মুখে ব্যবহার করতে হবে।)
ব্রণের চিকিৎসা সবসময় ভেষজ উপাদান দিয়ে করাই ভালো। কারণ এতে সাইড ইফেক্ট এর কোনো ভয় থাকেনা।
ব্রণের সমস্যা তো দূরকরবেই সাথে এনেদিবে গ্লোইং স্কিন। স্কিন কে করবে ভেতর থেকে নরম কোমোল। তাই চেষ্টা করবেন।
ব্রণ কমাতে ভেষজ উপাদান ব্যবহারের।
ব্রণনিয়ে বেশিটেনশনের কিছুনাই। কারণ একট বয়সে ব্রণের সমস্যা থকবেই কিন্তুু আবার তা সেরেও যাবে।ব্রণ খুববেশি হলে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ব্রণের কখনই নখ লাগাবেননা এতে ব্রণ আর বিগরে যাবে খারাপ রুপে চলে আসবে। মুখ সবসময় পরিষ্কার রাখুন।
বেশি বেশি পানি পান করলে ব্রণের সমস্যা থাকেনা তাই দিনে কমপক্ষে ২ লিটার পানি পান করুন।
বাসায় থাকলে মেকআপ বা কোনো ক্রিম না লাগিয়ে কুল পানিদিয়ে একটু পরপর মুখ ধুবেন এতে মুখে পয়লা জমতে পারবেনা।
বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেননা পারলে ছাতা ব্যবহার করুন।বাসায় এসে সবার আগে স্কিন পানিদিয়ে ধুয়েফেলুন ভালোকরে।




0 Comments
do not share any link.
Emoji