চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের যত সমস্যা!!

চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের  যত সমস্যা!! 


চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের  যত সমস্যা!!


অ্যালোপেসিয়া বা টাক পরা,বা চুল ঝরে যাওয়া বর্তমান সময়ে সবারি একটা বড় প্রবলেম। সবাই কমবেশি টেনশন  করি নিজের  চুলপরা নিয়ে।

চুল থাকলেপরবেই এটা নরমাল । কিন্তুু সাভাবিক এর চেয়ে অতিরিক্ত  চুলপরলে এবং সেই অনুপাতে নতুন চুল না গজালে অ্যালোপেসিয়া যাকে বলে টাক 👽পরে যায়।

অাজ চুল পরা রোধে কিছু করনিয় এবং চুলপরার কারন, ও কিছু পাওয়ারফুল  হোমমেড হেয়ার প্যাক  নিয়ে কথা বলবো। 

যা অাপনার  চুলের গোড়া  মজবুত  করবে চুলপরা  কমিয়ে অানবে এবং নতুন  চুল গজাবে👱।


#চুলের জীবন কাল কাত দিনঃ

সাধারণত অামাদের  মাথার চুল বাঁচে-১হাজার,১শত,১০ দিন। এরপর মারাজায় চুল।গড়ে অামাদের  মাথায় প্রায় ১ লক্ষ্য চুল অাছে।

প্রতিদিন  ১০০-১৫০টি চুল ঝরে যায় তেমনি ১০০-১৫০ নতুন চুল গজায়।


#চুলপরার কারণ ঃ

শরীরে হরমোনর তারতম্যতার জন্য,মাসিক  ও মেনোপজের কারণে মেয়েদের চুল পরেযায়।এছাড়া বংশগত কারণে টাক পরে, দুশ্চিন্তা, ঘুম না হওয়া,হুট করে রেগে যাওয়ার  কারনে চুলপরে। বিভিন্ন রোগ যেমন কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগের কারণ চুলপরে যায়।


#চুলপরার জন্য দায়ি হরমোনঃ

হরমোনের তারতম্যতার জন্য চুল পড়ার প্রধান কারণ। আমাদের শরীরের  অ্যান্ড্রোজেনিক হরমোন বেড়ে  যাওয়ার  কারনে  চুলপরে।মোটা মেয়েদের  হরমোনের সমস্যা  বেশি। অতিরিক্ত মেদ এর কারনে ও চুলপরে।


#চুলপরা রোধে  করণীয়ঃ

চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের  যত সমস্যা!!


১.ভেজা চুল চিরুনি  না করা।


২.ভেজা চুল বেধে বা গামছা দিয়ে পেঁচিয়ে  না রাখা।এতে চুলের  গোড়া  নরম হয়ে চুল পরে।


৩.অনেকেই গোসলের  পর গামছা  দিয়ে বারি দিয়ে চুলঝারে। এটা একদমি টিকনা।এতে অাগা ফেটেযায়,চুলের  বেড়েওঠা  বাধা প্রাপ্ত হয়। চুলের  সৌন্দর্যরূপ  নষ্ট  হয়েযায়।


৪.১ দিন পরপর নিয়মিত  চুলে তেল দিতেহবে। ম্যাসাজ  করে। এতে রক্ত সরবরাহ  বেরেযাবে। চুল সুন্দর , কোমোল হবে।

৫.নিয়মিত  চিরুনি  করা।


চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের  যত সমস্যা!!


#চুলের  যত্নে হোমমেড  কিছু টিপসঃ

১.তেসপাতাঃ তেসপাতা পানিতে  ফুটিয়ে লাল বণ ধারণ করলে তা কুল করে রোজ রাতে ঘুমানোর অাগে চুলের গোড়ায় ম্যাসাজ  করুন। ৩ দিনে চুলপরা  একেবারে  নাই হয়েযাবে।অার চুল পরবেনা।


২.নিমপাতা ঃনিমপাতা  বেটে মাথায়  টাকে লাগিয়ে নিন।৩০ মিনিট  পর গোসোল করুন। খুকশি  হবেনা।চুলপরা  কমবে।টাক পরে গেলে সেখানে নতুন  চুল গজাবে।


৩.পেয়ারার পাতাঃ তেসপাতার মতো পেয়ারার  কোচি পাতার পানি নিন অার ফলাফল  সেটা অাপনিই বলবেন😍।


৪.পেয়াজ ঃ গোসোলের অাগে পেয়াজ  বেটে মাথায়  লাগান। কোনোদিন অার চুল নিয়ে  টেনশন  করতেহবেনা।প্রতিদিন  এটা করতে হবে।


৫.মধুঃমধু চুল সিল্কি করে মোটা করে।টান টান রাখে।


চুল পরেযাওয়ার সমাধান।দুরকরুন চুলের  যত সমস্যা!!


#চুলপরা রোধে ও নতুন  চুল গজানোর হোমমেড হেয়ার প্যাক ঃ


১.জবা ৫টা।

২.পেয়াজ ৩টা।

৪.ডিম একটা।

৫.হেনা পাউডার।

৬.অামলকি।


#তৈরিকরণ ঃজবা,অামলকি, পেয়াজ,  ভালোকরে পেস্ট করতে হবে। ডিম কাটা চামোচের সাহায্য  ফেটিয়ে নিতে হবে। এরপর এক এক করে সব উপাদান  যোগ করে ভালোকরে  মিশিয়ে  নিতে হবে।ব্যস  হয়েগেলো।


#ব্যবহার বিধি ঃ সপ্তাহে ১দিন এটা নিতে হবে।এটা নতুন চুল গজাতে খুবি উপকারি। টাক মাথায়  ১০০%চুলের  দেখা পাবেন।১মাস নিয়মিত  নিলে চুল অনেক  বড় হবে ধাম ধাম করে।১০০% কার্যকর। 💛💛


(অবশ্যই তেলি  চুলে নিতে হবে।এবং চিরুনি  করে জট ছারিয়ে নিতে হবে?


#ব্যবহার  করে নিজেই ফলাফল দেখুন। অাশাকরি এটা টাই করলে অার কোনো দিন চুল নিয়ে ভাবতে হবেনা।

Post a Comment

0 Comments